শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

News Sundarban.com :
আগস্ট ৬, ২০১৮
news-image

কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ ভূমিকম্পে জেরে ইন্দোনেশিয়ার লোম্বোক দ্বীপে ৮২ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে ৷ বহু বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯ ৷ শুধু লোম্বোক নয়, পাশের বালি দ্বিপেও কেঁপে ওঠে ৷ পর্যটনের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে এরপরই ছড়ায় আতঙ্ক ৷ স্থানীয় থেকে পর্যটক, সকলেই নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন ৷ প্রথমবার কম্পনে র পরই বেশ কিছু এলাকায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ হাসপাতাল থেকেও বের করে আনা হয় রোগীদের ৷ সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ বালি বিমানবন্দরেও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ তবে উড়ানে কোন প্রভাব পড়েনি ৷
সুনামি সতর্কতা জারি ছিল আগে, তবে শেষ পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি ৷ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ কারণ ২০০৪-এ এরা প্রত্যক্ষ করেছিলেন সুনামি, যাতে প্রাণ গিয়েছিল ১লক্ষ ৬৮ হাজার ইন্দোনেশিয়াবাসীর ৷ গতকাল প্রায় তিনবার কম্পন অনুভূত হয় লোম্বোকে ৷ দ্বিতীয় ও তৃথীয় কম্পনটি আফটার শক বলেই জানা গিয়েছে ৷