রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে শীর্ষস্থান অধিকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০২৩
news-image

আমেরিকান কনসালটেন্সি ফার্ম ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষায় মোদী ৭৮ শতাংশ অনুমোদনের রেটিং নিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। আগের রেটিংয়েও শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। মর্নিং কনসাল্টটেন্সি ওয়েবসাইট অনুসারে, ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এর ডেটা এই বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা হয়েছিল। ট্র্যাকারে ৭৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে অনুমোদন করেছেন। ১৭ শতাংশ মানুষ এটিকে অপছন্দ করেছেন এবং পাঁচ শতাংশের কোনও মতামত নেই।

মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ৬৭ শতাংশ স্থান পেয়ে দ্বিতীয় সেরা অনুমোদনের রেটিং পেয়েছেন৷ এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট (৫৪ শতাংশ)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন ৩৯ শতাংশ রেটিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেয়েছেন ৩৪ শতাংশ রেটিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক পেয়েছেন ২৭ শতাংশ রেটিং এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন মাত্র ২২ শতাংশ রেটিং।