শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জিএসটি আদায়ে দেশের মধ্যে শীর্ষস্থানে আছে পশ্চিমবঙ্গ

News Sundarban.com :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

জিএসটি আদায়ে দেশের মধ্যে শীর্ষস্থানে আছে পশ্চিমবঙ্গ। ‌কেন্দ্রীয় অর্থসচিব চিঠি লেখে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিবকে । কেন্দ্রীয় অর্থসচিব হাসিমুখ আধিয়া ওই চিঠিতে এমন আশা করেছেন যে, রাজ্য এই ইতিবাচক প্রবণতা আগামী দিনেও বজায় রাখবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ে আমরা খুব ভালো ফল করেছি ।কেন্দ্রীয় অর্থসচিব আমাদের মুখ্যসচিব মলয় দে কে চিঠি দিয়ে এটা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, পঞ্চায়েত কাজের নিরিখে পশ্চিমবঙ্গ সেরা । রাজ্যে গ্রামীণ কর্মহীনতা প্রায় ৪০ শতাংশ কমেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,’ পশ্চিমবঙ্গের দিকস্বরপুর দেশের মধ্যে সেরা স্বীকৃতি পেয়েছে । কেন্দ্রীয় অর্থসচিব হাসিমুখ আধিয়া চিঠিতে লিখেছেন, ‘সাধারণ ভাবে জিএসটির ক্ষেত্রে রাজ্যস্তরে আয় ও ব্যয় এর মধ্যে গোটা দেশে ব্যবধান ছিল ২৮.৩ শতাংশ ।তা মার্চে কমে দাঁড়িয়েছে ১৭.৯ শতাংশে।
’ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, রাজ্য খুব ভালো কাজ করছে।একশো দিনের কাজে রাজ্য শীর্ষে রয়েছে।