বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জমি দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ

News Sundarban.com :
নভেম্বর ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: জমি দখল করাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড। এই ঘটনায় বুধবার চলল গুলি-বোমা। জমি মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। আহত কমপক্ষে ১০ জন। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুর এলাকার ফিল্ড পাড়াতে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, বুধবার সকালে জাকির ভক্ত, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হকের ভাই, বারিক শেখ দুষ্কৃতী নিয়ে ওই জমিটি দখল করতে যায়। জমির মালিকরা বাধা দিলে দুষ্কৃতীরা বোমা এবং গুলি চালাতে শুরু করে। গুরুতর জখম হন ইমরান সহ আরও প্রায় ১০ জন। ইমরানকে বহরমপুরে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

মহম্মদ সেলিম আনসারী বলেন, বুধবার সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে দেখি জাকির এবং বারিক বিশাল দলবল নিয়ে জমি দখল করতে এসেছে। বেআইনিভাবে জমি দখলে বাধা দিতেই আমাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সংঘর্ষ থেমে যাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ আসে। এই ঘটনার বিচার চাই।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হক বলেন, এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদের ফল।