শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বারুইপুরের প্রগতি সংঘের খুঁটি পূজোয় অংশ নিলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভূবন 

News Sundarban.com :
জুলাই ২, ২০২২
news-image

ঝোটন রয়, বারুইপুর : রথযাত্রার দিন বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর খুঁটি পুজো ও কাঠামো তৈরির কাজ শুরু করল বারুইপুরের প্রগতি সংঘ ক্লাব। সকাল থেকে শুরু হয় বারুইপুরের প্রগতি সংঘের মাঠে খুঁটি পূজোর আয়োজন। তাঁদের এই ৩০ তম বর্ষের খুঁটি পুজো ছিল একটি আলাদা রূপ। দশের অধিক ঢাকি ঢাক বাজিয়ে ফুল, চন্দন, ধুপ এবং নারকেল ফাটিয়ে খুঁটি পূজো সারলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি তাপস ভদ্র সহ ক্লাবের অন্যান্য ব্যক্তিবর্গ।

এই দিনটিতে অনেক ক্লাব বা পুজো উদ্যোক্তারা খুঁটিপুজো করে থাকেন।

মহামারি করোনা ভাইরাসের দাপটে গত দু’বছর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় বাঙালিরা তেমনভাবে আনন্দ উপভোগ করতে পারেনি। এই বছর করোনা ভাইরাসের মাত্রা কম থাকায় আগেভাগে খুঁটি পুজো সেরে নিচ্ছেন বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা। হাতে মাত্র আর কয়েকটি দিন বাকি তারপর শুরু হয়ে যাবে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজো। শুধু বারুইপুর নয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার পুজোর উদ্যোক্তারা এবং বেশ কিছু ক্লাবেও এই রথযাত্রা উৎসবের দিন অর্থাৎ প্রাচীন প্রথা মেনে খুঁটি পূজোর আয়োজন হয়ে থাকে।