অভিষেকের রোড শোর আগে মুর্শিদাবাদে গুলিতে আহত চার

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় রক্তের খেলা থামছে না। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে চলল গুলি । এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে, বৃহস্পতিবার জনসভার আগে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার ডোমকলে চারজন গুলিতে আহত হন। মিছিলে হামলা ও গুলি চালানোর জন্য সিপিআই(এম)-কে অভিযুক্ত করেছে তৃণমূল। যদিও সিপিআই (এম) দাবি করেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গুলি চালানো হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।