শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ল্যান্ড মাইন পুঁতে গ্রামবাসীদের ভোটদানে প্রবল চেষ্টা

News Sundarban.com :
নভেম্বর ১২, ২০১৮
news-image

সন্ত্রাসের বাতাবরণে শেষ হল ছত্তীসগঢ়ের বিধানসভার প্রথম দফার নির্বাচন। আজ মাও-অধ্যুষিত ১৮টি আসনের ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোট পড়েছে ৭০ শতাংশের কাছাকাছি। গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ল্যান্ড মাইন পুঁতে গ্রামবাসীদের ভোটদানে প্রবল চেষ্টা করেছে মাওবাদীরা। তবে, সন্ত্রাস উপেক্ষা করে ৭০ শতাংশ ভোট পড়াকে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক শিবির।

সোমবার সকালে বিলাসপুরে এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি আগেই বলেছি বস্তার এলাকায় সিংহভাগ মানুষ ভোট দেবে।” তবে, গত বার বিধানসভা নির্বাচনে মাও অধ্যুষিত এই ১৮টি কেন্দ্রে ভোট পড়েছিল ৭৫.৫৩ শতাংশ। মোট ভোট শতাংশে কিছুটা ঘাটতি দেখা গেল এ বারের প্রথম দফার ভোট গ্রহণ পর্বে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হতেই দান্তেওয়াড়ার থানার কাছে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সুকমা, কন্টায় বুথের কাছে উদ্ধার হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজড (আইইডি)। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে নামে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরএফ) বম্ব স্কোয়াডের আধিকারিকরা। কাটেকল্যাণ ব্লকের টুমাকপাল ক্যাম্পের কাছে বিস্ফেরণ ঘটানো হয়। এলাকার বিভিন্ন জায়গা রাস্তা কেটে দেওয়া হয়। এর পরই এলাকায় তল্লাসিতে নামে নিরাপত্তা বাহিনী। পুলিস জানিয়েছে, বেশ কিছু জায়গা গ্রামবাসীদের ভোট দানে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়ে যায় মাওবাদীরা।