শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিল অপূর্বি-রবি জুটির

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০১৮
news-image

জাকার্তায় এশিয়ান গেমসে ভারতের শুরুটা মোটের উপর ভালই। এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বি চান্ডেলা ও রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বি ও রবি।

৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিলেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। রুপো জেতার সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি ৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অপূর্বীদের ৷ ৪৯৪.১ পয়েন্টে সোনা জেতে তাইপে ৷ ৪৯২.৫ পয়েন্ট পেয়ে রুপো যায় চিনের দখলে।
অপরদিকে কুস্তিতে প্রথম রাউন্ডেই হতাশ করলেন সুশীল কুমার। হারলেন বাহরিনের প্রতিযোগীর কাছে। সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে ভারতের শ্রীহরি নটরাজ ও সাজন প্রকাশ।
মহিলা কবাডিতে জাপানকে হারালেও মহিলা বাস্কেটবলে চিনা তাইপেই-র কাছে হার হজম করে ভারতের। পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে চিন, দ্বিতীয় চিনা তাইপে।