মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচনে এবার প্রথম মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’

News Sundarban.com :
জুন ২০, ২০২৩
news-image

এবার পঞ্চায়েত নির্বাচনেও মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’। এই প্রথমবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সব মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে এই বুথ । তবে বুথের সংখ্যা অনেকগুলোই হবে বলে কমিশন সূত্রে খবর।
এর আগে রাজ্যের পুরসভার নির্বাচনে দেখা গিয়েছিল মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত ‘পিঙ্ক বুথ’। এখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন।

ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে আবার পঞ্চায়েত নির্বাচনেও পিঙ্ক বুথের অস্তিত্ব দেখা যাবে। মূলত মহিলা ভোটাররা যাতে বেশি করে অংশ নেন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে।
পুরভোটের সময় এই পিঙ্ক বুথ চোখে পড়েছিল। গোলাপি সাজে সাজানো হয়েছিল একাধিক বুথ। আর সেখানে দেখা গিয়েছিল, মহিলা ভোট কর্মীদের উপস্থিতি। স্বাভাবিকভাবেই মহিলা ভোটারের সংখ্যাও ছিল বেশি। এবারও সেই ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় নজর কেড়েছিল এই পিঙ্ক পোলিং বুথ। ২০১৯ এর লোকসভা নির্বাচনেও পিঙ্ক পোলিং বুথের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।