গ্রিস থেকে দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী

চন্দ্রযান-৩ মিশনকে সফল করে গোটা বিশ্বের কাছে ভারতের সুনাম বাড়িয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এত বড় সাফল্যের পরও এখনও সশরীরে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাই গ্রিস থেকে দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলবেন বিজ্ঞানীদের সঙ্গে।
গত বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের চন্দ্রযান-৩-এর চাঁদ ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সফল অবতরণের পর প্রধানমন্ত্রীর ভাষণে জানিয়েছিলেন, শুক্রবার দেশে পৌঁছেই তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে যাবেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা।
ব্রিকস সামিটে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় যান প্রধানমন্ত্রী। এদিকে, বুধবারই চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের দিন ছিল। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পরই ইসরোর বিজ্ঞানীদের ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফল অবতরণের পর ভাষণে বলেছিলেন, ‘ভারত চাঁদে পৌঁছে গেল। এটা নতুন ভারতের সূচনা।