সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক দিবস অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০২১
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং:

রবিবার ছিল শিক্ষক দিবস।এদিন সকালে প্রদীপ প্রজ্জোলন এবং ডঃ সর্বপল্লি রাধা কৃষ্ণণ এর প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক দিবস  আনুষ্ঠানের সূচনা করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।

উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য সুশীল সরদার,তপন সাহা,মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ এলাকার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।ক্যানিং বাস ষ্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে ক্যানিং মহকুমার ৩২ জন শিক্ষক শিক্ষিকা কে মঞ্চ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করেন বিধায়ক পরেশ রাম দাস।

অন্যদিকে শিক্ষক দিবস কে সামনে রেখে অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মান জ্ঞাপনের জন্য বাসন্তী ব্লকের শিবগঞ্জে শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক আয়োজন করেছিলেন শিক্ষক দিবস অনুষ্ঠান। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের অবসর প্রাপ্ত ৮০ জন প্রবীণ শিক্ষক-শিক্ষিকা কে বিশেষ সম্মান প্রদান করা হয়।

প্রাক্তন শিক্ষক অমল নায়েক জানিয়েছেন “সাধারণত শিক্ষক শিক্ষিকারা অবসর গ্রহন করলে কেউই তাঁদের কে মনে রাখেন না।শিক্ষক দিবসে সেই সমস্ত অবসর প্রাপ্ত শিক্ষকদের কে একত্রিত করে তাঁদের কে সম্মান জ্ঞান করা হয়েছে।’

অনুষ্ঠানে এমন সম্মান পেয়ে অভিভূত অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা।