বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক থেকে পেঁয়াজের আমদানি হওয়ায় দাম কমছে পেঁয়াজের

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০২০
news-image

লাগাতার দাম বাড়ছিল পেঁয়াজের। আর তাতেই মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। কয়েকমাস ধরে কার্যত গলদঘর্ম অবস্থা হয়েছিল আমআদমির। কিন্তু বছরের শুরুতেই খানিকটা স্বস্তির খবর। পেঁয়াজের দাম এক ধাক্কায় কমে গেল অনেকটাই।

আজ অর্থাৎ শনিবার পাইকারি বাজারে পেঁয়াজের সর্বনিম্ন দাম ৬০ টাকা কিলো। বিক্রেতারা বলছেন, নাসিক থেকে পেঁয়াজের আমদানি হওয়ার জেরেই পেঁয়াজের দাম কমছে। আগামী সপ্তাহে বাজারে পেঁয়াজ অনেকটা সস্তা দরেই পাওয়া যাবে বলে দাবি পাইকারি বিক্রেতাদের। আর এই খবরেই খানিকটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা।

যদিও টানা দুদিন অকাল বৃষ্টির এরই মাঝে বাধ সেধেছে। অকাল বৃষ্টির কারণে, পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন রাজ্যে। তার প্রভাব পড়তে পারে পেঁয়াজের দামেও। তাই সমস্ত দিক মাথায় রেখে দামের কারণে আমজনতার স্বস্তি কতটা বজায় থাকবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।