রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ মাস পর চালু হতে চলেছে লোকাল ট্রেন, চলছে জীবাণুমুক্ত করার কাজ

News Sundarban.com :
নভেম্বর ৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  ৮ মাস পর চালু হতে চলেছে পূর্ব রেলের বিভিন্ন শাখার লোকাল ট্রেন। সেই কারণে শনিবার থেকে সমস্ত লোকাল ট্রেনের জীবাণুমুক্ত করার কাজ শুরু করে দিলো পূর্ব রেল। ট্রেন চালু হলে যাতে কোনোভাবেই মানুষজন সংক্রামিত না হন সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।

হাওড়ার কড ও মেইন শাখার সমস্ত লোকাল ট্রেনের স্যানিটাইজেশন বা জীবাণুমুক্ত করার কাজ শুরু করে দিয়েছে পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহের প্ল্যাটফর্ম ও রেলের সমস্ত কোচ গুলিকে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সংখ্যায় অল্প হলেও, আপাতত এই ট্রেনগুলি চালু হলে উপকৃত হবেন শহর, শহরতলি ও গ্রাম গঞ্জের মানুষজন।

ভারতীয় রেলকে ভারতবাসীর লাইফ লাইন বলা হয়।দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকার ফলে দেশের অর্থনীতির ওপরে তার প্রভাব যথেষ্ট পড়তে শুরু করেছিল।
সম্প্রতি নবান্ন থেকে লোকাল ট্রেন চালানোর ঘোষনা করা হয়। তারপর থেকেই চলছে প্রস্তুতি। লোকাল ট্রেন চলার খবরে খুশি সাধারণ মানুষ।