মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্লামেন্টের দুই কক্ষের ৪০২ কর্মী করোনায় আক্রান্ত

News Sundarban.com :
জানুয়ারি ১০, ২০২২
news-image

বাজেট অধিবেশনের আগেই ভারতের পার্লামেন্টের দুই কক্ষের ৪০২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে আসন্ন অধিবেশনটি আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  সূত্র বলছে, পার্লামেন্টে ১ হাজার ৪০৯ কর্মী রয়েছেন। ৪ থেকে ৮ জানুয়ারি তাঁদের মধ্যে ৪০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

তাঁরা অমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ২০০, উচ্চকক্ষ রাজ্যসভার ৬৯ ও পার্লামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৩৩ কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

এ ঘটনার পর পার্লামেন্টের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।