বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় আয়ুর্বেদের আন্তর্জাতিক সম্মেলন, প্রধান অতিথি রাজ্যপাল

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০১৭
news-image

আয়ুর্বেদকে কেন্দ্র করে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর আন্তঃরাষ্ট্রীয় সহযোগ পরিষদের পশ্চিমবঙ্গের শাখা থেকে এই সম্মেলনের আয়োজন করা হবে। উক্ত সম্মেলনে দেশ এবং বিদেশের বহু আয়ুর্বেদ বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এখনও পর‌্যন্ত ৭০ জন আয়ুর্বেদ বিশেষজ্ঞ এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এছাড়াও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়ক, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে।

যে সমস্ত বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন তাঁরা হলেন পদ্মশ্রী বৈদ্য বালেন্দু আকাশ। উনি হলেন একিউট প্যানক্রিয়াইটিস, মাইগ্রেন, লিউকোমিয়া বিশেষজ্ঞ। এছাড়াও তিনি হরিদ্বারে অবস্থিত ঋষিকূল সংস্থার প্রধান। আরও যারা উপস্থিত থাকবেন তাঁরা হলেন, আয়ুশ দর্পণ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সুনীল জোশী, চিকিত্সক নবীন জোশী (হিমালয়ে যেসব গাছ পাওয়া যায় তার একটি ডেটাবেশ তৈরি করেছেন তিনি), চিকিত্সক প্রেমচাঁদ ভোঝাওন।