শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী দের আনুষ্ঠানিক বৈঠক

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০২০
news-image

হাতেগোনা কয়েকটি দিন বাকি তারপর শুরু হয়ে যাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ঘন্টা। তার আগেই আজ মঙ্গলবার ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী দের আনুষ্ঠানিক বৈঠকে বুঝবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সই হবে ভূস্থানিক সহযোগিতামূলকবেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশনবেকাচুক্তি, ভারতচীন সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছাড়া কূটনৈতিক সামরিক ক্ষেত্রে একাধিক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে

সেই বৈঠকে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গতকাল সোমবার দুপুরে দিল্লি এসে পৌঁছান। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেন মাইক পম্পেওয়ের সঙ্গে। আজ হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের সাংবাদিকদের সঙ্গে তাঁরা মিলিত হবেন। আনুষ্ঠানিক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে

দিনের পর দিন চীন যেভাবে ভারতীয় সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কখনো প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এর জায়গায় শত্রুতা শুরু করছে। আবার কখনো অন্য দেশের সীমানায় ঢুকে জবরদস্তি করছে। তাই প্রতিবেশী দেশ থেকে শুরু করে ভারত চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে আশা করছেন না। তাই চীনকে জব্দ করতে প্রতিবেশী দেশগুলো উঠে পড়ে লেগেছে।

সাম্প্রতিক সময়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা উপস্থিতি জোরদার হয়ে উঠেছে। সফর শুরুর আগে সে কথা মনে করিয়ে দিয়ে পম্পেও বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইন্দোনেশিয়া যেতে মুখিয়ে আছি। এই সহযোগীদের সঙ্গে একযোগে ভারত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর স্বাধীন, ভয়মুক্ত বিকাশে আমরা সচেষ্ট।