বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকায় ফের ইহুদিদের উপর হামলার ঘটনা ঘটল

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৯
news-image

আমেরিকায় ফের ইহুদিদের উপর হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক হামলায় ছুরিকাহত হয়ে অন্তত পাঁচ জন গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নিউ ইয়র্কের শহরতলির মঁসি এলাকায়।

অ্যারন কোন নামে এই হামলার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার ওই বাড়িতে তখন অন্তত ১০০ জন প্রার্থণার উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন। ওই সময় বাড়িতে ঢুকে পড়ে লম্বাটে ধাতব অস্ত্র নিয়ে আচমকাই সেখানে উপস্থিত লোকজনের উপর হামলা চালায় এক ব্যক্তি। হামলার পর পালানোর চেষ্টা করলেও বাড়ির দরজা বন্ধ করে দেওয়ায় পালাতে পারেনি ওই হামলাকারী। পরে আততায়ীকে গ্রেফতার করে পুলিস।

 

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিয়ো জানান, বিগত এক সপ্তাহের মধ্যে নিউ ইয়র্কে ইহুদি-বিদ্বেষজনিত অন্তত আটটি ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো হিংসা রুখতে পুলিসকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে তিনি ‘ঘরোয়া সন্ত্রাস’ বলেই ব্যাখ্যা করেছেন। বাড়তে থাকা বিদ্বেষের আবহে অবিলম্বে ইহুদিদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন অনেকে।