বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

টংঘর

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

টংঘর
বিবেকানন্দ বসাক

।।এক।।

টং ঘর থেকে
আমি স্পষ্ট দেখতে পাই
বিপন্ন সময়ের কাছে বেঁচে থাকার
আর্তি নিয়ে ঝুঁকে আছে বন্যপ্রাণ
জঙ্গলের গভীরে
প্রতিদিন মানচিত্র বদলের দৃশ্য
প্রতিদিন লাশ হয়ে ওঠার
বধ্যভূমিতে আর্ত চিৎকার
এখন আত্মার যাতায়াত দেখে
চিনে নেওয়া যায় প্রাণীদের নিজস্ব মুখ
মানুষের কাছে ঋণশোধ হলে
ঈশ্বরের মুখোমুখি হয় ওরা
জানু পেতে বসে
ধুয়ে নেয় গতজন্মের পাপ

টংঘর থেকে সুইচ অন হয়
স্ক্রিনসেভারে একেক জন্মের
পুরু হয়ে থাকা
রক্তের দাগ দেখে বুঝে নিই
মানুষের কাছে কতটুকু ঋণশোধ
হবার এখনও বাকি।