সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী – বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে রবিবার বাসন্তী থানার ক্যাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকায়।খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম্বস্কোয়াড কে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন কলতলা সংলগ্ন একটি অর্ধনির্মিত বাড়ির মধ্যে ব্যাগে বোমা রাখা আছে স্থানীয় মানুষের নজরে পড়ে। ঘটনার কথা এলাকায় চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ জানিয়ে একটি অর্ধনির্মিত বাড়ির মধ্যে বেশকিছু বোমা রাখা আছে ব্যাগের মধ্যে। কে বা কারা এবং কি উদ্দেশ্য নিয়ে বোমা গুলো রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।

বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ‘আরএসপি সিপিএমের ক্যাডাররা এই সমস্ত বেআইনি বোমা মজুত করছে।পঞ্চায়েত নির্বাচনে বাসন্তীতে বিশৃঙ্খলা তৈরী করতে চাইছে। পুলিশ প্রশাসন কে বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা এই সমস্ত অনৈতিক সমাজবিরোধী কার্য্যকলাপ চালিয়ে যাচ্ছে তাদের কে গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য।’

অন্যদিকে সবামফ্রন্টের স্থানীয় নেতৃত্ব বিধায়কের অভিযোগ অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবী,শুধুমাত্র বাসন্তী ব্লক নয় সারা রাজ্যে শাসকদল কি করছে তা সাধারণ মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছে।এছাড়া বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে বিবাদ রয়েছে। নিজেদের লোকজন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা,গুলি মজুত করে বিরোধীদের দোষারোপ করে সাধু সাজতে চাইছে। মিথ্যা কুৎসা ছড়িয়ে কিছু হবে না। মানুষ এর জবাব দেবে। ’