সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপানের সংসদ ইয়োশিহিদে সুগাকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০২০
news-image

জাপানের সংসদ ইয়োশিহিদে সুগাকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তাঁর এই নির্বাচন ছিল প্রত্যাশিত এবং প্রত্যাশার সঙ্গে সংগতি রেখে নতুন মন্ত্রিসভাতেও খুব বেশি রদবদল তিনি ঘটাননি। সংসদের উভয় কক্ষ বুধবার বিপুল সংখ্যাধিক্য ভোটে সুগাকে নতুন সরকার প্রধান হিসেবে বেছে নিয়েছে।

এর আগে কয়েক দিন ধরে চলা দেন-দরবারে জাপানের প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এল ডি পি-এর সাতটি উপদলের মধ্যে পাঁচটি সুগাকে সমর্থন দেওয়ায় তাঁর ভাগ্য তখনই ঠিক হয়ে গিয়েছিল। ফলে আজ বুধবারের নির্বাচন ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা। এর আগে গতকাল দলের প্রধান পদগুলোর জন্য নতুন নির্বাহী ঠিক করে নেওয়ার প্রক্রিয়ায় অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে, আনুগত্যের পুরস্কার প্রদানের বাইরে তিনি হাঁটবেন না। নিজের মন্ত্রিসভা গঠনের বেলায়ও একই অবস্থান দৃশ্যমান ছিল। দলীয় সভাপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকদের সুগার নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি।

ছবি: রয়টার্স