মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ফের পণ্ড হতে পারে পুজোর শপিং

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৮, ২০২৩
news-image

পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার ফলে ফের পণ্ড হতে পারে পুজোর শপিং। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ার জোগার খদ্দের ও ব্যবসায়ীদের। কপালে ভাঁজ পুজোর আয়োজক ও কুমোরটুলির শিল্পীদের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মায়ানমার উপকূলে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মূলত আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না।

ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা।