শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তুষারপাতের জের, ভারত-চীন সীমান্তে আটকে ৪৪৭ পর্যটক!

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৯, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বইছে তুষারঝড়। ভারী তুষারপাতের জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরা। তুষারপাতে বন্ধ হয়ে যাবে যান চলাচল,
রাস্তা ঢেকে যায় কয়েক মিটার পুরু সাদা বরফের চাদরে।

মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে গিয়ে উলটে বিপাকে পড়ে ভিন রাজ্যের পর্যটকেরা। ভারত-চীন সীমান্ত নাথুলা থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। গতকাল বিকেলের দিকে ৪৪৭ জন পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। তুষারপাতের জেরে সীমান্তে বেড়াতে গিয়ে আটকে পড়ে পর্যটকবোঝাই ১৫৫টি গাড়ি।

এক এক করে পর্যটকদের উদ্ধার করেন সেনা জওয়ানেরা। তাদের মধ্যে ২৬ জন পর্যটককে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপমাত্রা মাইনাসের নীচে থাকায় অনেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মূহূর্তেই তাঁদের সেনা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করা হয়।

 

জানা গিয়েছে, গতকাল গ্যাংটক থেকে নাথুলা সীমান্তে বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। ফেরার পথেই এমন ঘটনা। এ রাজ্যের পর্যটকেরা তো ছিলেনই, সঙ্গে ছিলেন ভিন রাজ্যের ভ্রমনপিপাসুরাও। করোনা এবং লকডাউনের জেরে ঘরবন্দী পর্যটকেরা নিউ নর্মালে বেড়ানোর সুযোগ হাতছাড়া করতে নারাজ। ক্রমেই ভিড় বাড়ছে পর্যটকদের। কিন্তু ভারী তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে পড়বে এমনটা বুঝতে পারেননি। গোটা রাস্তা প্রায় ১৫ কিলোমিটার পথ ঢাকা পড়ে যায় সাদা বরফে! খবর পেয়ে উদ্ধারকার্যে হাত লাগান সেনা জওয়ানেরা।