শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপিকে ‘পকেটমার’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
ডিসেম্বর ৬, ২০২৩

বিধানসভায় তৃণমূল-বিজেপি দু’পক্ষই পরস্পরকে ‘চোর’ বলে সাব্যস্ত করছে। এতে অধিবেশনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এবার ভাইপো অভিষেকের সুরে বিজেপিকে ‘পকেটমার’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, ‘‘যারা পকেটমার, তারাই বেশি পকেটমার-পকেটমার করে চিৎকার করে। দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। ১৫ লাখ টাকা দেওয়া থেকে শুরু করে কোভিডের সময় বিনামূল্যে রেশন। অনেক কিছুই তো দেব বলেছিল, দিয়েছে? আপনারাই বলুন না? “

তৃণমূলনেত্রী প্রশ্ন করেন, “১৫ লাখ টাকা করে কি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে? কোভিডের সময় থেকে সাধারণ মানুষের যে পকেট কাটা শুরু হয়েছে, সেটা কি থেমেছে? সব কিছুই তো জনগণেরই পকেট কেটে হচ্ছে। যারা, পকেটমার তারাই রাস্তায় পকেটমার পকেটমার বলে চেঁচায়।’’

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটা রাখার চেষ্টা করা হয়। ওরা ভাঁওতা দেয়। নির্বাচনের সময় এক কথা বলে। নির্বাচন চলে গেলে আর এক কথা বলে।’’