শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য মাধুরী দীক্ষিতকে পুরস্কৃত করার সিদ্ধান্ত

News Sundarban.com :
নভেম্বর ২০, ২০২৩
news-image

ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সিনে তারকা মাধুরী দীক্ষিতকে একটি বিশেষ সম্মান পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার একথা জানিয়েছেন।

মাধুরী দীক্ষিত একজন প্রতিভাবান, ক্যারিশম্যাটিক অভিনেত্রী যিনি সিনেমায় শ্রেষ্ঠত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য একটি বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান করা হবে বলে অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন। মাধুরী দীক্ষিত চারটি দশক ধরে অতুলনীয় প্রতিভা প্রদান করে আমাদের পর্দাকে আকৃষ্ট করেছেন বলেও অনুরাগ সিং মন্তব্য করেন। উচ্ছ্বসিত নিশা থেকে চিত্তাকর্ষক চন্দ্রমুখী, মহিমান্বিত বেগম পাড়া থেকে অদম্য রাজজো পর্যন্ত, তার বহুমুখীতার কোনও সীমা নেই।

তিনি জানান, ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আমরা প্রতিভাবান, ক্যারিশম্যাটিক অভিনেত্রীকে ‘ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মান’ পুরস্কার প্রদান করছি। সোমবার থেকে গোয়ায় শুরু হল ৫৪তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।