শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের পরিবর্তন করা হল বেইলি ব্রিজে যান চলাচলের সময়

News Sundarban.com :
নভেম্বর ১, ২০১৮
news-image

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর অবস্থা সামাল দিতে মাত্র ২০ দিনের মধ্যে তৈরি করা হয় বেইলি ব্রিজ। ১২ অক্টোবর যান চলাচলের জন্য তা খুলেও দেওয়া হয়। তারপর থেকে এই ব্রিজ দিয়ে শুধু নিউ আলিপুর থেকে আলিপুরের দিকে যান চলাচল করতে পারত। কিন্তু, এতে সমস্যার তেমন সুরাহা হয়নি। তাই ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার কিছু পরিবর্তন আনে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। ঠিক হয়, সকাল ছ’টা থেকে দুপুর একটা পর্যন্ত এই ব্রিজ দিয়ে উত্তর অভিমুখী গাড়ি চলাচল করবে। আর দুপুর একটার পরে দক্ষিণমুখী গাড়িগুলি যাবে। দুপুর একটার পর থেকে রাত ১০টা পর্যন্ত বেহালার দিক থেকে আসা সব গাড়িকে উড়ালপুলের নিচের রাস্তা দিয়ে তারাতলা মোড়ে আসতে হবে। এই নিয়ম চালু করতেই বিস্তীর্ণ অংশে যানজট দেখা যায়। মূলত সাহাপুর রো়ড ও তারাতলা ব্রিজে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার ফলেই সমস্যা তৈরি হয়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর রোড চেতলা সংলগ্ন রাস্তাগুলিতেও। তারপরই ফের বদলানো হয় সিদ্ধান্ত।
মাঝেরহাট সেতুর ভেঙে পড়ার পর অবস্থা সামাল দিতে গতকাল চালু হয়েছিল বেইলি ব্রিজের নতুন রুট। চালু হতেই তৈরি হয় বিস্তর যানজট। এর ফলে দুর্গাপুর ব্রিজ ও তারাতলাসহ বেহালার বিস্তীর্ণ এলাকার যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়ে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। তাই ফের বেইলি ব্রিজে যাতায়াতের সময় পরিবর্তন করল কলকাতা পুলিশ। গতকাল সন্ধে থেকে কার্যকর হয়েছে সেই সিদ্ধান্ত। নতুন নির্দেশ অনুযায়ী, বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দক্ষিণ অভিমুখে গাড়িগুলি ব্যবহার করতে পারবে বেইলি ব্রিজ। আর রাত দশটার পরে উত্তর অভিমুখী গাড়িগুলি ব্যবহার করতে পারবে এই ব্রিজ। কলকাতা পুলিশের আশা, এর ফলে মসৃণ হবে যান চলাচল। ঠিক হয় দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত নয়। বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দক্ষিণ অভিমুখে চলাচল করবে গাড়ি। অর্থাৎ আলিপুর পার্ক রোড থেকে আলিপুর অ্যাভিনিউ হয়ে সাহাপুর রোডের দিকে যাওয়া যাবে ওই সময়। বাকি সময় উত্তর মুখেই যান চলাচল করবে এই ব্রিজ দিয়ে। যদিও কোনও বাস বা বড় গাড়ি এই রুটে যাতায়াত করতে পারবে না। সেগুলি বন্দর এলাকা দিয়েই ঘুরে যাবে।