রবিবার, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ভগত সিং এর মৃত্যুদিবস উদযাপন ও সাহিত্য সভা

News Sundarban.com :
মার্চ ২৪, ২০২২
news-image

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ গুন্দরিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্বপন ঘোষ ও তার সহযোগীদের উদ্যোগে হয়ে গেল একটি কবিতা পাঠের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটে থেকে। সভাপতি হিসেবে ছিলেন বিষ্ণুপদ সিংহ । প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও দিলীপ কুমার ভট্টাচার্য।

প্রথমে শহীদ ভগত সিং এর ছবিতে সকলে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। তারপর প্রদীপ প্রজ্বলন করা হয়। শুরুতে বক্তব্য রাখেন কবি শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর শুরু হয় কবিতাপাঠ।

কবিতা পাঠ করেন কবি অশোক নাথ সিদ্ধান্ত, দেবদাস রজক, শুভাশিস ভট্টাচার্য, শিশির রায়, বীরেন্দ্রনারায়ণ সিংহ, ডাঃ দিলীপ কুমার ভট্টাচার্য, শ্রীমন্ত সরকার, শুভ্র মুখোপাধ্যায়, তন্ময় গুহ প্রমুখ। গ্রামের মহিলা পুরুষ ও কচিকাঁচাদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি খুব প্রাণবন্ত ও সুন্দর হয়ে ওঠে।