শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছট পুজো উপলক্ষে সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি

News Sundarban.com :
নভেম্বর ১৯, ২০২৩
news-image

ছট পুজো উপলক্ষে সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি। হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গা যেন নোংরা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়েছে সূর্যদেবের উপাসনা। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন। শহরের দুই ফুসফুসকে দূষণমুক্ত রাখতে দুই সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে সরোবরের গেট। প্রতিটি গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।