বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“HIV আক্রান্তর সংখ্যা বাড়বে”: স্বামী

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৮
news-image

ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সমকামিতা অপরাধ নয় ভারতবর্ষে। তবে শীর্ষ আদালতের এই রায়ে মোটেই খুশি নন BJP নেতা সুব্রমণিয়ন স্বামী। তাঁর মতে, এতে HIV আক্রান্তের সংখ্যা বাড়বে। বাড়বে যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ানো রোগের পরিমাণ।
স্বামী জানিয়েছেন, এই রায় এখনও সর্বশেষ রায় নয়। এটা এখনও চ্যালেঞ্জ করা যাবে। বলেন, “চ্যালেঞ্জ করলে সাত বিচারপতির বেঞ্চে এই রায় উলটে যেতেও পারে।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই রায়ে সমকামি যৌন সম্পর্কও আর অপরাধ থাকল না। ফলে বাড়বে HIV আক্রান্তের সংখ্যা। যাকে তিনি সামাজিক পাপ বলে উল্লেখ করেছেন। সুব্রমণিয়ন স্বামীর আরও দাবি, এতে যৌন সম্পর্কের মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলো আরও বাড়বে। তাঁর মতে, সমকামিতা হল “জেনেটিক ডিসঅর্ডার”।”এই রায় HIV আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, গে বারের সংখ্যা বৃদ্ধির মতো ইশু আরও বাড়াবে। এটাকে বিকল্প একটা যৌন আচরণ বলে ধরা যেতে পারে না।” ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারাকে আজ অযৌক্তিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সমকামিতা অপরাধ নয়।