শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিল্পায়ন ও কর্ম সংস্থানের লক্ষ্যকে সামনে রেখে বাজেট পেশ

News Sundarban.com :
মার্চ ১১, ২০২২
news-image

রাজ্য সরকার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ২ কোটি টাকার ঘাটতি বাজেট  পেশ করেছে। রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার বিধানসভায় এই বাজেট পেশ করেন। উদ্ভূত আন্তর্জাতিক সংকট ও করোনা অতিমারী জনিত পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমোনো এবং রাজ্যে শিল্পায়ন ও কর্ম সংস্থানের লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রস্তুত কর হয়েছে বলে তিনি জানান।

অতিমারী ও মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে বাজেটে  নতুন কিছু করছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চালু থাকা বেশ কিছু ছাড়ের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে ।

অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে আগামী চার বছরে সরকারি-বেসরকারি ক্ষেত্র মিলিয়ে ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। চা শিল্পকে উত্সাহ দিতে বিশেষ করে ছোট চা বাগান গুলিকে সুবিধা দিতে বাজেটে গ্রামীণ ক্রমসংস্থান সেস এবং কৃষি আয়কর মুকুবের প্রস্তাব দেওয়া হয়েছে।

বেসরকারি প্রথমিক স্কুলগুলিকে উত্সাহ দিতে ১৯৭৩ সালের রাজ্য প্রাথমিক শিক্ষা আইনের অধীনে শিক্ষাসেস ও মকুব করার কথা বলা হয়েছে।