শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগানিস্তান ফের কেঁপে উঠল ভূমিকম্পে

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০২৩
news-image

ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান ফের কেঁপে উঠল ভূমিকম্পে। এবার শক্তিশালী তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার সকালে পশ্চিম আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। হেরাত প্রদেশের রাজধানী হেরাত থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও অবধি পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেই ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই বুধবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। গত শনিবারও ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর অনেকগুলি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পে ২০টি গ্রামের প্রায় ২,০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে।