শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লীতে তৃণমূল নেতৃত্বের উপর হামলা, প্রতিবাদে ধিক্কার মিছিল

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, ১০০ দিনের কাজের টাকা,আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে বলে অভিযোগ।তারই প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ,বিধায়ক,মন্ত্রীরা দিল্লীতে প্রতিবাদ জানানোর জন্য সামিল হয়েছিলেন।অভিযোগ সেখানে নেতৃত্বের উপর অমানুষিক অত্যাচার করে দিল্লী পুলিশ।পাশাপাশি নেতা নেতৃদের কে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় কয়েক কিলোমিটার দূরে। আরো অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী দেখা করবেন বলে দেখা করেন নি।সেই কারণেই বুধবার রাজপথে নেমে প্রতিবাদ মিছিলে সামিল হলেন একাধিক নেতৃত্ব।

বুধবার দুপুরে ক্যানিংয়ে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে প্রায় ১০ হাজারের অধিক তৃণমূল কর্মী সমর্থক হাজীর হয়েছিলেন।এদিন প্রতিবাদ ধিক্কার মিছিল সমগ্র ক্যানিং বাজার পরিক্রমা করে। পরিশেষে ক্যানিং বাস ষ্ট্যান্ডে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র কুশপুত্তল পুড়িয়ে দাহ করা হয়।এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস,জেলাপরিষদ সদস্য সুশীল সরদার,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন সাহা,প্রদ্যুত রায়,তন্ময় দাস (দীপু) সহ অন্যান্যরা।

ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস জানিয়েছেন,‘কেন্দ্রের সরকার যে ভাবে অত্যাচার শুরু করেছে তা সাধারণ মানুষ মেনে নেবে না।গরীব মানুষের স্বার্থে আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার কে গদিচ্যুত করার লক্ষে আমাদের এই আন্দোলন জারী থাকবে।’