বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যাশ্রীর মধ্যদিয়ে ৫০ লক্ষের বেশি মেয়ে সুবিধা পেয়েছে

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০১৮
news-image

২০১১ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘের পাবলিক সার্ভিসে সেরার পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প ৷ আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে কন্যাশ্রীর সাফল্য ট্যুইটারে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭ সালে মমতার কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসঙ্ঘে পুরস্কার পেয়েছে৷ সেই সাফল্যই উদযাপন করলেন মুখ্যমন্ত্রী৷

তিনি লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। আমি গর্বিত যে ২০১৭ সালে বাংলার কন্যাশ্রী প্রকল্প জনসেবা বিভাগে রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার পেয়েছে। ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে, যার বাজেট ৫৬০০ কোটি টাকারও বেশি। সকলকে জানাই শুভেচ্ছা।’