বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জেল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০১৭
news-image

আদালত অবমাননার দায়ে একটানা ছ’মাস পর বন্দী দশা কাটিয়ে বুধবার জেল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। আদালত অবমাননার দায়ে বিতর্কিত বিচারপতি সি এস কারনানকে ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ছ’মাস তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন। বুধবার কারনানের স্ত্রী সরস্বতী কারনান জানিয়েছেন, সকাল ১১.০০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের হন কারনান। মঙ্গলবার রাতেই চেন্নাই থেকে কলকাতা এসে পৌঁছন কারনানের স্ত্রী সরস্বতী কারনান ও বড় ছেলে।

দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের মোট আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন বিচারপতি কারনান। এর পরই শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছ’মাসের কারাদণ্ড দেওয়া হয়। কোনও কর্মরত বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা কারাদণ্ডের নির্দেশ দেশে সেই প্রথম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।