১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার

১ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার চলবে। সোমবার এ খবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরিয়াযী শ্রমিকরা নথি দেবে। যাতে হিসেব থাকে। আমরা পরিবারকে দেখব।
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা তাঁদের নাম ঠিকানা নিবন্ধীকরণ করবেন। যাতে তাঁরা যেখানেই থাকুক আমাদের কাছে যেন তাঁদের ঠিকানাটা থাকে। কোনওরকম বিপদে পড়লে আমরা পরিবারকে দেখব, সাহায্য করব।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে এরাজ্যে এবং ভিন রাজ্যের নানা স্থানে বিভিন্ন দুর্ঘটনায় প্রচুর লোক হতাহত হয়েছে। এর প্রেক্ষিতে বিরোধী পক্ষের নেতৃবৃন্দ বারবার অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই অবস্থা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরাও সাংবাদিকদের কাছে এ কথা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য তা মানতে রাজি নন।