শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৩, ২০২১
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পরাণীখেকো গ্রাম।গ্রামের খেলাধূলা মান উন্নয়ণের জন্য গড়ে উঠেছিল শিব মন্দির শিশু সংঘ নামে এক ক্লাব।ক্লাব গঠনের পরবর্তী সময়ে মাত্র চার বছরের ব্যবধানে ক্লাবের সদস্য অজয় মন্ডল,বিপুল নস্কর,বিপ্লব সরদার,বাসুদেব মন্ডল দের আকস্মিকভাবে মৃত্যু হয়। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে ক্যানিংয়ের এই ক্লাব দুইদিনের ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে। দ্বিতীয় বর্ষের এই ক্রিকেট টুর্ণামেন্টে জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি দল অংশ গ্রহণ করে।শনিবার সকালে শিবমন্দির শিশু সংঘের ক্রিকেট মাঠে খেলার আনুষ্ঠানিক সুচনা করেন বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন কেওট।এদিন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় দাঁড়িয়া শুভস্মৃতি সংঘ বনাম কালিমাতা উদয়ন সংঘ এর মধ্যে। দাঁড়িয়া শুভস্মৃতি সংঘ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ছয় ওভার ব্যাট করে কালিমাতা উদয়ন সংঘ ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে। জবাবে শুভস্মৃতি সংঘ ২ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ৫২ রান করে জয়লাভ করে।ম্যাচে দাঁড়িয়া শুভস্মৃতি সংঘ এর শুভঙ্কর নস্কর তিনটি উইকেট নিয়ে হ্যাট্রিক করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আয়োজক ক্লাবের অন্যতম সদস্য মহেশ সরদার বলেন “গ্রাম বাংলায় ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আকৃষ্ট রয়েছে। সেই তুলনায় ক্রিকেট টুর্ণামেন্ট হয় না। তাছাড়া আমাদের ক্লাবের চার জন সদস্য ইহলোক ত্যাগ করায় তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই ক্রিকেট টুর্ণা মেন্টের আয়োজন। ”
গ্রামের মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট ঘিরে প্রচুর ক্রিকেট প্রেমী মানুষের ভীড় ছিল উল্লেখ যোগ্য।