শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরাখণ্ডে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ১৮ আগস্ট পর্যন্ত রাজ্যে লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০২৩
news-image

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গঙ্গা, অলকানন্দা সহ রাজ্যের অন্যান্য নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সমতল ভূমিতে জল জমে থাকার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ আটকে পড়েছে।

 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সমস্ত ত্রাণ ও উদ্ধারকারী দলকে ২৪ ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে চারধাম যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং পুলিশ-প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে পুরোদমে।

ভারী বৃষ্টিপাতের জন্য ১৮ আগস্ট পর্যন্ত রাজ্যে লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসডিআরএফ এবং প্রশাসন ত্রাণ ও উদ্ধারকারী দল ঝাড়খণ্ডের বাসিন্দা পবন কুমার গুপ্তা এবং বিহারের বাসিন্দা রণজয় কুমার মিশ্রকে নিরাপদে উদ্ধার করেছে। তারা রুদ্রপ্রয়াগ জেলার রতুদায় নবনির্মিত রেলওয়ে টানেলে আটকে ছিলেন বলে জানা গিয়েছে। চামোলি জেলার জোশিমঠের পিপলকোটিতে ধ্বংসস্তূপের কারণে একজন নিখোঁজ হয়েছেন। জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।