বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানায় ২৫০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল সমাজসেবক

News Sundarban.com :
মে ১৭, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

মরন ভাইরাস করোণা সংক্রমণ থেকে বাঁচতে দিনের-পর-দিন ঘরবন্দি মানুষজন। উপার্জন একেবারে বন্ধ। এতে সংসার চালানোর সংকটে ভুগছে নামখানা ব্লকের সাধারণ মানুষ। এই অবস্থায় ৫১ দিন ধরে নামখানা থেকে উকিলের বাজার পর্যন্ত হতদরিদ্র মানুষজন এবং রাস্তার দুই পাশে থাকা পাগলদের পেট ভরে খাইয়ে এসেছেন নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যরা। তাদের এই কর্ম প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ জন।

রবিবার সকালে নারায়ণপুর শ্রী দূর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধনায়, সমাজসেবক গুরুপদ দাস অধিকারীর প্রচেষ্টায় ২৫০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ক্লাবের প্রাক্তন সেক্রেটারি বিপুল কর জানান,  সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে সমাজসেবক গুরুপদ বাবু সবার হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তিনি আরো জানান, এই লকডাউনে ২৫০টি পরিবার খাদ্য সামগ্রী পেয়ে খুশি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি চঞ্চল গিরি, ক্লাব সম্পাদক সংকেত হাজরা, দেবাশীষ প্রধান, পরীক্ষিত তিওয়ারি, তপন মন্ডল, গোবিন্দ সাহু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।