গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রধান ইমরান খান ।বহুল আলোচিত তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলে লাহোরের জামান পার্কের বাড়ি থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে তার দল পিটিআই । এই রায়ের ফলে আগামী নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরানের অংশ নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।
এর আগে আজ শনিবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৩ বছরের সাজা শোনায় জেলা ও দায়রা আদালত। এরই পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে। রায় পড়ার সময় বিচারক বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোষাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে।