দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী

বেহালায় দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে শুক্রবার পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
এদিন সকালে বেহালায় এক স্কুল পড়ুয়ার লরির ধাক্কায় মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে পুলিশ-প্রশাসনিক ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ধ্বংস করে দিয়েছে। পুলিশের কাজ তৃণমূলের হয় ভোট লুঠ করা এবং টাকা তোলা। নিচু তলার কনস্টেবল, এসআই এবং নিচু তলার পুলিশ কর্মীরা একেবারেই দায়ী নয়। বরং আইপিএস এবং ইন্সপেক্টররাই এর জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি।
এদিন শুভেন্দু বলেন, ধ্বংস করে দিয়েছে রাজ্যের পুলিশি ব্যবস্থা। একেবারে ধ্বংস করে দিয়েছে। রাতের পশ্চিমবঙ্গের কতটা ভয়ানক, এটা কেউ জানে না।