বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাস্তবায়িত হতে চলেছে জমাতিয়াদের আইনের মান্যতা পেতে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

জমাতিয়াদের সামাজিক রীতিনীতি এবার মান্যতা পাচ্ছে সংবিধানে, রাজ্যপালের সাক্ষরের পর আইনের স্বীকৃতি মিলছে শীঘ্রই। আর এই সাফল্যকে সামনে রেখে জমাতিয়া জনজাতি গোষ্ঠী আজ এডিসির সদরদপ্তর খুমুলুং’এ এক জমায়েত সংগঠিত করে।
পরে জামাতিয়া সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী তথা ‘কাষ্টমারি ল’ অর্থাৎ আইনি বৈধতার জন্য সামাজিক রীতিনীতি গুলোকে লিখিত আকারে প্রস্তুতকারীদের মধ্যে অন্যতম রাম পদ জামাতিয়া বলেন, “ভারতীয় সংবিধানের ষষ্ট তপসিলের ৩০১ ধারা মতে কোনও জনজাতি সম্প্রদায়ের সামাজিক রীতিনীতি লিখিত আকারে জমা হলে তা আইনের মর্যাদা পেতে পারে৷ সেই মত জমাতিয়া গোষ্ঠীর পক্ষ থেকে অনেক বছর আগেই লিখিত আকারে সামাজিক রীতিনীতি গুলি লিখিত আকারে এডিসির কাছে জমা দেওয়া হয়েছিল৷ দীর্ঘদিন যাবত এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল৷ অবশেষে জমাতিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে জমা করা লিখিত রীতিনীতিগুলিকে আইনের স্বীকৃতি দেয়ার জন্য তৎপরতা শুরু হয়েছিল বেশ কিছুদিন যাবৎ৷ শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে চলেছে”।