মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২৩
news-image

রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। ‘পরিকাঠামো তৈরির জন্য তথ্যপ্রযুক্তি দফতরকে টেন্ডার দেওয়া হয়, কয়েকটি সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। দিল্লির একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। ওই সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সও করে ফেলেন তথ্যপ্রযুক্তি আধিকারিকরা।’

কিন্তু তারপরেই সমস্যা হয়েছে বলে দাবি শুভেন্দুর। পছন্দের সংস্থা টেন্ডার পায়নি, সেই কারণেই আইপ্যাকের পছন্দের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ শুভেন্দুবাবুর। তাঁর দাবি, ‘ওয়েবেলের থেকে নিয়ে ডব্লুটিএলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়।’ মোট ১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। ‘আইপ্যাককে ১৫২ কোটি টাকা পাইয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর’, বিস্ফোরক শুভেন্দুবাবু।