বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আম্ফান দুর্গত প্রত্যন্ত এলাকায় ত্রাণ দিলেন পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি

News Sundarban.com :
জুন ২২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি আধিকারিক সংগঠন “পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি”র বেশ কয়েকজন সদস্য ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিলেন আম্ফান দুর্গত দক্ষিণ ২৪ পরগনা জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ব্লক পাথরপ্রতিমা ব্লকের একটি প্রত‍্যন্ত দ্বীপ ‘কে প্লট’ এ। সেখানে তাঁরা ক্ষতিগ্রস্ত ৬৫ টি অসহায় পরিবারের হাতে তুলেদেন ছাতু, বাতাসা, সয়াবিন, বিস্কুট,সর্ষেরতেল সহ অন্যান্য খাদ্যদ্রব্য। পাশাপাশি ওআরএস, সাবান, মাস্ক, স‍্যানিটারি প‍্যাডের মত অত‍্যাবশ‍্যকীয় দ্রব্য সামগ্রী। সমিতির উদ্যোগে গ্রামের দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। পাথরপ্রতিমা ব্লকের বিএল & এলআরও তথা সমিতির সদস্য অভিজিৎ কুন্ডু এবং ব্লকের দুই রাজস্ব আধিকারিক সমগ্র কর্মসূচিতে উপস্থিত থেকে সামগ্রিক ব‍্যবস্থাপনা পরিচালনা করেন। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস‍্যা শর্মিলা সাহু। এই শুভ উদ‍্যোগে সমিতির অন‍্যান‍্য সদস‍্যদের সাথে এগিয়ে এসে অংশগ্রহণ করেন ভূমি দপ্তরের কয়েকজন অবসরপ্রাপ্ত বর্ষীয়ান আধিকারিক বৃন্দ।

এই কাজে স্বেচ্ছায় এগিয়ে এসে অনুদান দিয়েছেন “Railfans United” নামক একটি গোষ্ঠীর সদস্যরাও। করোনা ও আম্ফান পরবর্তী সঙ্কটকালীন পরিস্থিতিতে এভাবেই একাধিকবার নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ভূমি দপ্তরের এই আধিকারিক সমিতি,যা কিনা এক অনন্য দৃষ্টান্ত।