শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কার্গিল যুদ্ধের বীর শহিদ ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যকে শ্রদ্ধাজ্ঞাপন বরানগরে

News Sundarban.com :
জুলাই ২৬, ২০২৩
news-image

ব্যারাকপুর : ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করেছিল দেশের সামরিক বাহিনী। কার্গিল যুদ্ধের বীর সেনাদের সম্মানে প্রতি বছর গোটা দেশ জুড়ে ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন বরানগরের বাসিন্দা ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্য।

 

বুধবার বরানগরে বিটি রোডের ধারে শহিদ কণাদ ভট্টাচার্যের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বীর শহিদকে শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন বরানগর পুরসভার সিআইসি রামকৃষ্ণ পাল। তিনি বলেন, এদিন দেশজুড়ে ২৪ তম কার্গিল বিজয় দিবস পালন করা হয়। ভারত ভুখন্ড কাশ্মীরকে রক্ষা করতে গিয়ে দেশের ৫২৭ জন জওয়ান শহিদ হয়েছিলেন। বরানগরের বাসিন্দা ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যও শহিদ হয়েছিলেন। এদিন তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবদেন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল।

 

এদিন ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে শহিদ মঙ্গল পাণ্ডের স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেনা পরিষদের সদস্যরা।