শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক, হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জুলাই ১৫, ২০২৩
news-image

আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতার সফরসঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ১৮ জুলাই তাঁর কলকাতায় ফেরার কথা।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। পাটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এবার আরও ৮ নতুন দল জোটে যোগ দিতে চলেছে বলে জানা গিয়েছে। তবে অধ্যাদেশ ইস্যুতে আপের যোগদান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ডাকা বৈঠকে হাজির ছিলেন মমতা। সেইসময়ও মমতার সফরসঙ্গী ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।