বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে আকাশছোঁয়া পেট্রোলের দামে

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে আকাশছোঁয়া পেট্রোলের দামে ৷ মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮০ টাকা ০৮পয়সা৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৭.১০ টাকা, এদিন দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭২.২৩ টাকা ডিজেলের দাম ৬৩টাকা ০১ পয়সা, কলকাতাতে পেট্রোলের দাম ৭৪.০৪ টাকা ডিজেলের দাম ৬৫.০৮ পয়সা৷ দেশের সব জায়গায় মোটামুটি ৭০ থেকে ৮০র মধ্যে ঘোরাফেরা করছে পেট্রোলের দাম৷ এই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জোরালো উঠছে৷ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধমেন্দ্র প্রধান বলেছিলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পেট্রোল, ডিজেল ও কেরোসিনকে পণ্য পরিষেবা করের আওতায় নিয়ে আসার৷ তিনি আশাবাদী জিএসটি কাউন্সিল এই ব্যাপারে তাদের সমর্থন জানাবে। বিশেষজ্ঞদের মতে জিএসটির আওতায় পেট্রোল ও ডিজেলকে আনা হলে এক ধাক্কায় এর দাম অনেকটাই কমে যাবে৷ হিসেব কষে দেখা গিয়েছে জিএসটির আওতায় পেট্রোল ও ডিজেলের দাম ৫০ টাকার নিচে নেমে যেতে পারে৷ পেট্রোলের উপর বহিঃশুল্ক চাপায় কেন্দ্র৷ তারপর রাজ্য চাপায় ভ্যাট৷ এর জেরে দাম বেড়ে যায় পেট্রোলের৷ জিএসটির আওতায় চলে আসলে সর্বোচ্চ ২৮ শতাংশ কর চাপতে পারে এই তরল সোনায়৷
বাজেট অধিবেশনের আগে জিএসটি কাউন্সিল বৈঠকে বসে৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, সরকারও পেট্রোলকে জিএসটির আওতায় আনতে চায়৷ কিন্তু সব রাজ্য এখনও এই বিষয়ে সম্মতি জানায়নি৷ তবে আগামী বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে৷