সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি ও বন্যার কারণে ভয়াবহ বিপর্যয়, উত্তরাখণ্ডে ভেঙে গেল মালান নদীর ব্রিজ

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২৩
news-image

উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলার কোটদ্বার এলাকায় বৃষ্টি ও বন্যার কারণে ভয়াবহ বিপর্যয় সামনে এসেছে। বন্যায় প্লাবিত হওয়ার কারণে রাজ্যের কোটদ্বার-লালধাং হরিদ্বার সড়কের মালন নদীর উপর নির্মিত সেতুটি প্রবল স্রোতের কারণে ভেঙে গেছে।এই সেতু ভেঙে যাওয়ায় কোটদ্বার থেকে সিডকুল ও ভাবর এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কোটদ্বারের সঙ্গে প্রায় ৫০ হাজার জনসংখ্যার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সচিব পঙ্কজ পান্ডে জানিয়েছেন, জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। পুরোদমে শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা। এই দুর্ঘটনার কারণে সেখানে ভিড় জমেছে, যা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।