মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 সিনেমায় মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কাজ করা সম্ভব নয় বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০১৯
news-image

সিনেমায় মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কাজ করা সম্ভব নয় বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে সিনেমায় মতপ্রকাশের স্বাধীনতা ও বহুত্ববাদের গুরুত্বের কথা বলেছেন শাবানা আজমির। শাবানার কথা রেশ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সংবিধান ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভবিষ্যতেও তত্পর থাকবে দেশের নাগরিক।

চলচ্চিত্র উত্সব আয়োজনে চেয়ারপার্সন রাজ চক্রবর্তী-সহ অন্যদের প্রশংসা করলেন মমতা। উত্সাহ জুগিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”আগামী দিনে আরও ভালো করতে হবে। রাজদের বলব এখন থেকে ভাবতে হবে। ২৬ তম বছরটা আরও ভালো করতে হবে।”

এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সিনেমায় কেউ কাজ করতে পারে না। এখন এটা আরও বেশি করে দরকার। ভবিষ্যতেও দেশের নাগরিকদের তত্পরতায় বেঁচে থাকবে সংবিধান ও গণতন্ত্রের অধিকার। বাস্তবজীবন তুলে ধরে সিনেমা।

আন্তর্জাতিক প্রতিনিধি ও জুরিদের ধন্যবাদ জানিয়ে কলকাতায় আসার বার্তা আহ্বান করেন মমতা। তাঁর কথায়,”আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। কোনও সমস্যা হলে ক্ষমা চাইছি। কলকাতা দেশের সবচেয়ে মিষ্টি জায়গা। সব ধর্ম ও জাতিকে ভালোবাসি। মানবতাই বিশ্বের স্তম্ভ।”

মমতার আগে অতিথি শাবানা আজমি বলেছেন,”ভারতে বহুত্ববাদের উদযাপন হয়।একত্বীকরণের কথা বলছে গোটা বিশ্ব। কিন্তু ভারতীয় সংবিধানের সকলের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বিবিধতার মধ্যে ঐক্যের উদযাপন হয় ভারতে।শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা বাঞ্চনীয়। সামাজিক কুপ্রথা নিয়েও কথা বলতে হবে। সিনেমা আসলে সমাজের আয়না। মতপ্রকাশের স্বাধীনতা যাতে খর্ব না হয়।”

প্রতিবার চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকেন অমিতাভ বচ্চন। তবে এবার অসুস্থ থাকায় আসতে পারেননি। সমাপ্তি অনুষ্ঠানে ভিডিয়ো বার্তা পাঠান বিগ বি।