বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

News Sundarban.com :
জুলাই ১২, ২০২৩
news-image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের মামলা। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক। সেই মামলাতেই বুধবার নওশাদকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শুনানির পর এই নির্দেশ বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চের।

সূত্রের খবর, এই মামলায় আপাতত ১৮ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে বুধবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ তাঁকে এখন গ্রেফতারও করা যাবে না৷ বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। নওশাদকে আপাতত নির্দেশ দেওয়া হয়েছে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। যদিও তাঁর তরফে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।