শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার,গ্রেফতার ৩

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নীলবাতী লাগানো গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো তিন গাঁজা পাচাকারী।ধৃত তিন গাঁজা পাচারকারীর নাম কৌশিক সামন্ত,জাহাঙ্গীর মোল্ল্যা,গফ্ফর মোল্ল্যা।পুলিশ ধৃতদের কাছ থেকে১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।বারুইপুর জেলা পুলিশ সুত্রের খবর গোপন সুত্রে খবর পেয়ে বেশকিছু দিন যাবৎ এই গাঁজা পাচারকারী দলটি কে নজর রাখছিল পুলিশ।কিভাবে এবং কিসে করে গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার করবে সে বিষয়েও আগাম জেনে গিয়েছিল পুলিশ।

উড়িষ্যার জলেশ্বর থেকে বারুইপুর যাওয়ার কথা ছিল তিন পাচারকারীর।সেই মতো নীলবাতি ও গভর্মেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগানো একটি গাড়িতে রওনা দিয়েছিল।মোবাইল ট্রাক করে এই তিন পাচারকারীর রুট জেনে যায় পুলিশ।সেই মতো সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করে কামালগাজি মোড়ে অপেক্ষা করছিল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ।১২ টা নাগাদ গাড়িটি আসতেই কামালগাজি মোড় এলাকায় রেল গার্ড দিয়ে আটকানো হয়।রেলগার্ডে ধাক্কা দিয়ে পালানো র চেষ্টা করে গাঁজা পাচারকারীরা।মুহূর্তে রাস্তার উপর আড়াআড়ি ভাবেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দেয়।শেষ পর্যন্ত পালাতে নাপেরে পুলিশের জালে ধরা পড়ে তিনজন।