নিরাপত্তা আরও বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

এতদিন জেড ক্যাটেগরির নিরাপত্তা ছিল তাঁর জন্য। এবার তা বাড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জন্য জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের ঠিক আগেই কোচবিহারের সাংসদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দেশের প্রধানমন্ত্রীর জন্য থাকে এসপিজির নিরাপত্তা বলয়। আর এর পরেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা হল জেড প্লাস নিরাপত্তা বলয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পঞ্চায়েতের মনোনয়ন পর্বের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। কনভয় লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তার কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক।